সুজানগর পৌর নির্বাচন বানচালের ষড়যন্ত্র বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২১, ৮:১৯
৩৭৪ বার পঠিত

সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগর পৌরসভার আসন্ন
নির্বাচন বানচালের ষড়যন্ত্র বিরোধী এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য
রেজাউল করিম রেজার উদ্যোগে ঐ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান
শাহীনের নেতৃত্বে পৌর ভবন চত্বর থেকে বের হওয়া ঐ মিছিলটি পৌরসভার প্রধান
প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পৌর ভবন চত্বরে এসে এক প্রতিবাদ সভায়
মিলিত হয়। এতে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন ও মেয়র পদপ্রার্থী রেজাউল
করিম রেজা।

পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজের সভাপতিত্বে
অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল
জলিল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান এসএম শামছুল আলম, এডঃ
শাহজাহান আলী খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর
রহমান সাইদ, প্রচার সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল হক টুটুল, অর্থ বিষয়ক
সম্পাদক সুবোধ কুমার নটো, আইন বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, উপ-দপ্তর
সম্পাদক রেজাউল করিম রেজা মন্ডল, কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ
সম্পাদক দুলাল হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ,
উপজেলা ছাত্র লীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, জেলা ছাত্রলীগের সহ সভাপতি শাওন, পৌর ছাত্র লীগের সভাপতি
এসএম সোহাগ ও এনএ কলেজ শাখা ছাত্র লীগের সভাপতি রেদওয়ান নয়ন প্রমুখ।
বক্তারা বলেন একটি কুচক্রীমহল নির্বাচন কমিশন ঘোষিত আগামী ১৬ জানুয়ারীর
ঐ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে কোন লাভ
হবেনা। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত।
তিনি উক্ত নির্বাচনে রেজাউল করিম রেজাকে দলীয় মনোনয়ন দিয়ে নৌকার মাঝি
হিসেবে পাঠিয়েছেন। কাজেই নির্বাচন বানচাল করার শক্তি কারো নেই।
নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে। তবে যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র
করছেন তারা দলের শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ
হাসিনার সিদ্ধান্তের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন। কাজেই ভবিষ্যতে তাদের এর
খেসারত দিতে হবে।