সুজানগর পৌর নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ মিছিল
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২১, ৯:০৯
১৯৯ বার পঠিত

এম মনিরুজ্জামান,পাবনা: আগামী ১৬ জানুয়ারি আসন্ন পাবনার সুজানগর পৌরসভার নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে ওয়ার্ডে ওয়ার্ডে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে থেকে পৌরসভার ওয়ার্ড বাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল পৌরসভার প্রত্যেক ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক অলিগলি গুলো প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল নিয়ে পৌর ভবন চত্বরে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মেয়র পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা। পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহমুদুজ্জামান মানিক, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, উপজেলা ছাত্র লীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, পৌর ছাত্রলীগের সভাপতি সোহাগ হোসেন,এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন প্রমুখ। বক্তারা বলেন একটি কুচক্রীমহলের মূল হোতা আব্দুল ওহাব ও সিদ্দিকুর রহমান উচ্চ আদালতে উদ্দেশ্য প্রণোদিত রিট করে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ জানুয়ারীর ঐ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে কোন লাভ হবেনা। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত। তিনি উক্ত নির্বাচনে রেজাউল করিম রেজাকে দলীয় মনোনয়ন দিয়ে নৌকার মাঝি হিসেবে পাঠিয়েছেন। কাজেই নির্বাচন বানচাল করার শক্তি কারো নেই। নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে। তবে যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন তারা দলের শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন। কাজেই ভবিষ্যতে তাদের এর খেসারত দিতে হবে।