সুজানগর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী সাচ্চুর নির্বাচনী মিছিল
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২১, ৮:৩৬
৭৪ বার পঠিত

এম মনিরুজ্জামান, পাবনা: আগামী ৩০জানুয়ারী অনুষ্ঠিতব্য পাবনার সুজানগর পৌরসভা নির্বাচনে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোশফিকুর রহমান সাচ্চুর এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মসজিদ পাড়া এলাকা থেকে বের হওয়া ঐ মিছিলটি মোশফিকুর রহমান সাচ্চুর টেবিল ল্যাম্প প্রতীকে ভোট প্রার্থনা করে ৭ নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলের অগ্রভাগে থাকা কাউন্সিলর প্রার্থী মোশফিকুর রহমান সাচ্চু হাত নেড়ে ওয়ার্ডবাসীকে অভিনন্দন জানান। সেই সঙ্গে তিনি উক্ত ওয়ার্ডবাসীর মূল্যবান ভোটে কাউন্সিলর নির্বাচিত হতে পারলে ওয়ার্ডবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সুখে-দুঃখে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অবশ্য এ সময় উক্ত ওয়ার্ডবাসীও মোশফিকুর রহমান সাচ্চুর ঐ মিছিলকে হাত নেড়ে স্বাগত জানিয়ে তার প্রতি অকুণ্ঠ সমর্থন জানান।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।