সুজানগর পৌর নির্বাচনে আ’লীগ দলীয় মনোনীত মেয়র প্রার্থী রেজা’র গণমিছিল
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২০, ৯:০৯
৪৮০ বার পঠিত

এম মনিরুজ্জামান,পাবনা: পাবনার সুজানগর পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম রেজা’র এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা রাতে পৌর ভবন চত্বর থেকে বের হওয়া ঐ মিছিলে পৌরসভার ৯টি ওয়ার্ডের শত শত নেতাকমীরা অংশ নেন। মিছিলটি নৌকা প্রতীক তথা মেয়র প্রার্থী রেজাউল করিম রেজা’র সমর্থনে বিভিন্ন শ্লোগান দিয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পৌর ভবন চত্বরে এসে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মেয়র পদপ্রার্থী রেজাউল করিম রেজা। পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল জলিল বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদুজ্জামান মানিক, উপজেলা ছাত্র লীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল প্রমুখ। বক্তারা বলেন একটি কুচক্রীমহল আসন্ন পৌর নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা মানে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নৌকা প্রতীকের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। কাজেই যে কুচক্রীমহল ঐ হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের স্বপ্ন কখনও পূরণ হবেনা। নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে। পৌরবাসীদের বিভ্রান্তি না হওয়ার আহবান জানানো হয়।