সুজানগর পৌরসভার বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম মোল্লা
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২০, ৪:২৯
১০৯ বার পঠিত
এম মনিরুজ্জামান,পাবনা: আসন্ন পাবনার সুজানগর পৌরসভার মেয়র পদপ্রার্থী পৌরসভার বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা ও বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের জেষ্ঠ সন্তান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম মোল্লা। আব্দুস সালাম মোল্লা তিনি ১৯৮৯-৯১ সালে এন এ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি,১৯৯২-৯৬ সালে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক,২০০৯সালে পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক,২০১০ সালে পৌরসভার যুগ্ন সম্পাদক,২০১৫ সালে পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,২০১৬ সালে পৌর বিএনপির যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ছাত্রদলের সভাপতি থাকাকালীন সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে ষড়যন্ত মূলক মিথ্যা মামলায় কারাবন্দি ছিলেন ও রাজনৈতিক নাশকতার মামলার আসামি ছিলেন। বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।