সুজানগরে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষিত
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২০, ৩:৪৮
১৩৯১ বার পঠিত

সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে। ধর্ষিতা ওই গ্রামের কৃষি শ্রমিক আব্দুর রাজ্জাক ওরফে জইটার মেয়ে এবং সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন জানান, মেয়েটি গত বছর ৬ষ্ঠ শ্রেণি থেকে লেখা-পড়া বাদ দিয়ে বাবা-মায়ের সংসারে কাজ করছিল। বৃহস্পতিবার দুপুরে সে বাড়িতে টেলিভিশন দেখছিল। এ সময় বাড়িতে তার বাবা-মা বা অন্য কেউ ছিলনা। এ সৃুযোগে একই গ্রামের লতিফ প্রামাণিকের ছেেেল তাঁত শ্রমিক রিয়াজ উদ্দিন (৩০) তার ঘরে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না বলতে ভয়-ভীতি দেখায়। এ ঘটনার দুইদিন পর গত শনিবার ধর্ষিতা তার মাকে বলে দিলে ঘটনা জানাজানি হয় এবং তার বাবা জোটে বাদী হয়ে ওইদিন রাতে সুজানগর থানায় নারী-শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মাহমুদুর রশিদ বলেন মামলা দায়ের পরপর ধর্ষিতাকে উদ্ধার করে গতকাল রোববার ডাক্তারী পরীক্ষা শেষে আদালতে হাজির করে ২২ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়েছে। তবে ধর্ষক রিয়াজ পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। থানার অফিসার ইনচার্জ বদরুদ্দোজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আসামীকে দ্রƒততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনে সোপর্দ করা হবে।