সুজানগরে ১জন কোভিট-১৯ পজিটিভ রোগী সনাক্ত
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২০, ১২:৫১
২২৪০ বার পঠিত

এম মনিরুজ্জামান: সারা বিশ্ব ব্যাপি মরণঘাতী নোভেল করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। বাংলাদেশেও করোনা ভাইরাস সংক্রমণ প্রভাব বিস্তার করেছে।আজ ১৯ এপ্রিল ২০২০ ইং সরকারি তথ্য মতে নমুনা সংগ্রহ হয়েছে ২৬৩৭, শনাক্ত হয়েছে ৩১২, মোট শনাক্ত হয়েছে ২৪৫৬, মৃত্যু ৭, মোট মৃত্যু হয়েছে ৯১ জন মানুষ, সুস্থ্য হয়ে হয়েছে ৭৫ জন। পাবনার সুজানগর উপজেলার আহম্মেদ পুর ইউনিয়নের দূর্গা পুরে (ঘোসপাড়া) মরণঘাতী নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে একজন। সোহরাব আলী ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৩)। জাহাঙ্গীর ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করে। জাহাঙ্গীর অসুস্থ বোধ করে গত ১১ এপ্রিল ২০২০ ইং তারিখে একটি অ্যাম্বুলেন্সে বাড়িতে আসে, অ্যাম্বুলেন্সে বাড়িতে এসে এলাকায় অবাধে চলাফেরা করে,পরে দুলাই বাজারে স্থানীয় ডাঃ তুহিনের কাছে চিকিৎসা নেয়। এরপরই জাহাঙ্গীর ঢাকায় ফেরত যায়। উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বিষয় টি নিশ্চিত করে বলেন সুজানগর উপজেলায় বাড়ি, কিন্তু থাকতো ঢাকায়, বেশকিছু দিন আগে এলাকায় এসেছিল, বর্তমান ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, জাহাঙ্গীরের বাড়ি লগডাউন করা হয়েছে। সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ শরিফুল ইসলাম জানান জাহাঙ্গীরের পারিবারিক সূত্রে জানা গেছে জাহাঙ্গীর অসুস্থ বোধ করলে ঢাকায় কোভিট ১৯ পরিক্ষার করাতে দিয়ে গ্রামের বাড়িতে আসে, বাড়িতে থাকা অবস্থায় জানতে পারে তার পরিক্ষায় পজিটিভ, খবর পেয়ে ঢাকা চীন মৈত্রী হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছে। জাহাঙ্গীর গ্রামের বাড়িতে এসে এলাকায় অবাধে চলাফেরা করছে, একারণে এলাকার জনগণের সর্তকভাবে থাকতে হবে ও সচেতনতা বৃদ্ধি করে জনসমাগমস্থলে এরিয়ে চলতে হবে।