সুজানগরে হারুন মোল্লার মায়ের দাফন সম্পন্ন
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২০, ১:৪৬
২৮৩ বার পঠিত

এম মনিরুজ্জামান, পাবনা: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি মরহুম হারুন অর রশিদ হারুন মোল্লার মা ও মৃত শাকের মোল্লার স্ত্রী আনোয়ারা খাতুন (৭৫) এর দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় তিনি ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।মরহুমার জানাজা নামাজ রোববার সকাল ১১ ঘটিকায় কাচারী পাড়া স্টোডিয়াম মাঠে প্রথম ও পাবনার চরতারাপুর ইউনিয়নের খাপড়া ডাঙ্গী গোরস্থান মাঠে দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। মৃতকালে তিনি ৪ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা নামাজে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুর রউফ, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, প্রচার সম্পাদক আব্দুল বাতেন কমিশনার, চরতারাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রহমত আলী শেখ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জালাল বিশ্বাস, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মাস্টার, তোফাজ্জল হোসেন তোফা, আবুল কালাম, শিক্ষাবিদ রওশন আলী, আব্দুল জব্বার মাস্টার,এন এ কলেজের প্রফেসর আবুল হাশেম, ফারুক খান, বিআরডিবির চেয়ারম্যান একি বদরুজ্জোহা বুলবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম বিশ্বাস, সুজানগর প্রেসক্লাবের সম্পাদক এম মনিরুজ্জামান, উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল আলম বাবু, ছাত্রনেতা কাউছার,আলম মন্ডল প্রমুখ। জানাজা নামাজ পরিচালনা করেন মাওঃ মোহাম্মদ আলী।