সুজানগরে যুবদলের মতবিনিময় সভা ও সদস্য ফরম বিতরণ
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২০, ২:১৪
২৫৩ বার পঠিত

এম মনিরুজ্জামান: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পাবনার সুজানগর পৌর শাখার উদ্যোগে মত বিনিময় সভা ও সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা ও সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়। পৌর যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন মোল্লা’র সভাপতিত্বে ও সদস্য সচিব ফজলুল হক ফজলুর সঞ্চালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ জাকির হোসেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আনিসুর রহমান খোকন কাউন্সিলর। এসময় আরো বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক তোরাব আলী, বিএনপি নেতা ইয়াকুব আলী, আবুল কালাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কমিশনার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, রতন বিশ্বাস, সাহেব আলী মন্ডল,এস এম সোহেল রানা,তালেব খান প্রমুখ।