সুজানগরে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা!আহত-৩
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২০, ১১:২৯
১৬৮৯ বার পঠিত

সুজানগর প্রতিনিধি: মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা চালিয়ে মুক্তিযোদ্ধার স্ত্রী, ছেলে ও নাতি কে বেধড়ক মারপিট করে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের উদয় পুর গ্রামে এ ঘটনা ঘটেছে,উদয় পুর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মন্ডলের স্ত্রী মাহফুজা খাতুন (৬৫), ছেলে মিলন মন্ডল (৪৪) ও নাতি কাইয়ুম (১৬) কে পিটিয়ে আহত করা হয়েছে। বুধবার বিকেলে বসতবাড়ির জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই ঘটনা ঘটে। জানা যায় দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল পার্শ্ববর্তী মৃত্যু আরশেদ আলী মন্ডলের ছেলে জহুরুল ইসলাম,আনিস ও জাহিদের সাথে। ঘটনার দিন পারিবারিক ভাবে বসে মিমাংসা জন্য বসা হয়। কথা বার্তার এক পর্যায়ে কোন উস্কানি ছাড়াই পার্শ্ববর্তী জালাল মন্ডল ও শহীদ মন্ডল লোকজন নিয়ে মুক্তিযোদ্ধা জলিল মন্ডলের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে পিটিয়ে সবাইকে গুরুতর আহত করেছে।আহত ব্যক্তিরা সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।এ ঘটনায় সুজানগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ বদরুদ্দোজা জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।