সুজানগরে মরহুম আবুল কাশেম স্মৃতি ব্যান্ডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করেন- শাহীনুজ্জামান
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২১, ১০:০৪
১৪৪ বার পঠিত

এম মনিরুজ্জামান,পাবনা: বাংলাদেশ আওয়ামী লীগের পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রয়াত আবুল কাশেম মাস্টারের স্মরণে “মরহুম আবুল কাশেম স্মৃতি ব্যান্ডমিন্টন টুর্নামেন্ট -২০২১” উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে ভবানীপুরে মরহুম আবুল কাশেম স্মৃতি ব্যান্ডমিন্টন টুর্নামেন্ট-২০২১ এর উদ্বোধন করেন, মরহুম আবুল কাশেম মাস্টারের কনিষ্ঠতম পুত্র উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রবিউল ইসলাম টুটুল, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সদস্য মাহমুদুজ্জামান মানিক, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই, প্রভাষক রোজ, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ,যুগ্ন সম্পাদক মেহেদী মাসুদ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা, কাউন্সিলর পদপ্রার্থী জায়দুল হক জনি। সার্বিক সহযোগিতা ছিলেন, আফজাল হোসেন, রফিকুল ইসলাম জাদু। অনুষ্ঠান পরিচালনা করেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ।