সুজানগরে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০১৯, ১১:০০
৫৬১ বার পঠিত

এম মনিরুজ্জামান: পাবনার সুজানগরের ত্রিরত্ন ক্লাবের উদ্যোগে এক ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। রোববার রাতে ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম দায়েন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহিম সাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যদেন ও উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন,

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাদিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবুল হাশেম। পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মেহেদী মাসুদ,দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান,পৌর ছাত্রলীগের সভাপতি এসএম সোহাগ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় পাবনা ও চুয়াডাঙ্গা জেলা দল অংশ গ্রহণ করে।