সুজানগরে বিপ্লব ও সংহতি দিবস পালিত
প্রকাশিত: নভেম্বর ৭, ২০১৯, ৯:২০
৫০০ বার পঠিত

সুজানগর(পাবনা) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পাবনার সুজানগর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে। দিবসটি উপলক্ষে বিএনপি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকালে পৌর সভার মানিকদীর আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরকে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার দিন উল্লেখ করে বলেন, সে দিন দেশের ক্রান্তিকালে জাতির হাল ধরেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করে আজ আমাদেরকে স্বৈরশাসনের কবল থেকে দেশকে মুক্ত ও গণতন্ত্র উদ্ধারের সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। পরে দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও রোগমুক্তি কামনা করা হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাসের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান সিদ্দিক বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, বন্দের মোল্লা, প্রচার সম্পাদক আব্দুল বাতেন, উপজেলা জাসাসের সভাপতি শেখ রহমত আলী, পৌর জাসাসের সভাপতি ডাঃ মনিরুজ্জামান সেলিম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জসিম বিশ্বাস, উপজেলা মৎস্য দলের সাধারণ সম্পাদক আলী আকবর, জেলা স্বেচ্ছাসেবক দলের মৎস্য বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, যুবদল নেতা আনোয়ার হোসেন,আরিফ বিশ্বাস, ফারুক আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শফিউল আলম বাবু, যুগ্ম আহ্বায়ক আলম মল্ডল প্রমুখ।