সুজানগরে প্রান্তিক কৃষকদের মাঝে মাস্ক বিতরণ
প্রকাশিত: মার্চ ২৬, ২০২০, ১১:০২
৪৬০ বার পঠিত

এম মনিরুজ্জামান: করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করতে দেশের পেঁয়াজ খ্যাত এলাকায় প্রান্তিক কৃষকদের মাঝে মাস্ক বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। বৃহস্পতিবার সকালে পাবনার সুজানগর উপজেলার বনকোলা পেঁয়াজের মাঠে কৃষকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি উম্মে তাবাচ্ছুম, সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুদ্দোজা, তদন্ত কর্মকর্তা হাদিউল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, পৌর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইকবাল হোসাইন প্রমুখ।