সুজানগরে প্রতিপক্ষের হামলায় আহত-৩
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২০, ১১:০৫
৯৪৫ বার পঠিত

সুজানগর প্রতিনিধিঃ পাবনার সুজানগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন কলেজ ছাত্রীসহ তিনজন সংখ্যালঘু আহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সুজানগর পৌরসভার নন্দনপুর গ্রামে। আহতরা হলো ওই গ্রামের মৃত- অমলকান্ত রায়ের ছেলে পৌর পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক রাজু রায় (২৭), খোকন রায়ের ছেলে সৌরভ রায় (২০) আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রনব দাসের মেয়ে কলেজ ছাত্রী প্রেমা দাস (২৩) কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জানা যায় বিকাল সাড়ে ৩টার দিকে জমি দখলকে কেন্দ্র করে একই গ্রামের হোসেন শেখের ছেলে মকুল শেখ ও তার লোকজনের সাখে উক্ত রাজু রায়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মকুল শেখ ও তার লোকজন উত্তেজিত হয়ে লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে রাজুসহ ঘটনাস্থলে উপস্থিত উক্ত সৌরভ ও প্রেমার উপর হামলা চালিয়ে মারপিট করে। এ সময় হামলাকারীরা সৌরভের কাছে থাকা ৫০হাজার টাকা ছিনিয়ে নেয় বলেও হামলার শিকার পরিবারের লোকজন অভিযোগ করেন। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ হয়েছে। থানার অফিসার ইনচার্জ বদরুদ্দোজা বলেন অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। অভিযোগ সত্য হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।