সুজানগরে পুলিশ সদস্যর বসত বাড়ির জায়গা দখল করে ঘর নির্মাণ
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২০, ৯:১৮
৩৪০ বার পঠিত

সুজানগর (পানা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরের বদনপুর গ্রামে কতিপয় প্রভাবশালী ব্যক্তি আল আমিন হোসেন নামে এক পুলিশ সদস্যর বাড়ির জায়গা দখল করে অবৈধভাবে ঘর নির্মাণ এবং তার বাড়ির বেড়ার টিন কুপিয়ে ক্ষতি করেছে বলে
অভিযোগ পাওয়া গেছে। উক্ত আল আমিন ওই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জিলাল উদ্দিন মোল-ার ছেলে এবং নারায়নগঞ্জ জেলা পুলিশের একজন সদস্য। ঘটনাটি ঘটেছে গত সোমবার সকালে। জানা যায়, পুলিশ সদস্য আল আমিনের বাবা উক্ত জিলাল উদ্দিন ২৫/২৬বছর আগে বদনপুর মৌজায় ৩০শতাংশ জমি ক্রয় করে সরকারের যথাযথ নিয়মে নামজারি করার
পাশাপাশি নিয়মিত ভূমি উন্নয়ন কর দিয়ে বসবাস করে আসছেন। কিন্তু দীর্ঘ
২৫/২৬বছর পর একই গ্রামের প্রভাবশালী শাহদত হোসেন ও তার লোকজন ওইদিন সকাল
১০টায় অবৈধভাবে তথা জোরপূর্বক তাদের বসত বাড়ির বেশ কিছু জায়গা দখলে
নিয়ে ঘর নির্মাণ করে। শুধু তাইনা তারা এ নিয়ে প্রতিবাদ করলে প্রভাবশালী
শাহদত ও তার লোকজন তাদের বাড়ির ও টিনের বেড়া ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতি
করা ছাড়াও ভয়ভীতি প্রদর্শন করে। তবে এ বিষয়ে উক্ত শাহদতকে জিজ্ঞাসা করা হলে
তিনি বলেন আমি অবৈধভাবে অন্যের জায়গায় ঘর নির্মাণ করি নাই। ঘর নির্মাণ
করেছি আমাদের পৈতৃক সম্পত্তির উপর। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ
হয়েছে। থানার অফিসার ইনচার্জ বদরুদ্দোজা বলেন অভিযোগটি তদন্ত করে
প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। #