সুজানগরে পাখি শিকারীদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
প্রকাশিত: জুলাই ২৬, ২০২০, ৯:৫৫
২৭০ বার পঠিত

এম মনিরুজ্জামান: পাবনার সুজানগরে পাখি শিকারীদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রওশন আলী। মঙ্গলবার রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার চর ভবানীপুর মুজিব বাঁধ থেকে পাখি শিকারের অপরাধে এয়ারগান ও ১ শত ঘুঘু পাখি সহ ৬ গ্রেফতার করেন, সুজানগর থানার এসআই রনি দেবনাথ। গ্রেফতার দের মধ্যে পৌরসভার চর ভবানীপুর গ্রামের আবু তাহের শেখের ছেলে তরিকুল ইসলাম অন্তর (২৫), নিউগীরবনগ্রামের আব্দুল করিম বিশ্বাসের ছেলে মারুফ বিশ্বাস (১৯), তাঁতীবন্দ ইউনিয়নের পোড়াডাঙ্গা উদয় পুরের শামসু খা র ছেলে রিপন খাঁ (২১),কামার দুলিয়া গ্রামের ওয়াজেদ আলী মৃধা র ছেলে খোকন মৃধা (১৭),রইজ প্রাং এর ছেলে বিজয় প্রাং(১৭), মকছেদ খাঁ র ছেলে আকাশ খাঁ (১৭), গ্রেফতার কতৃদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।