সুজানগরে নৃগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন আহমেদ ফিরোজ কবির এমপি
প্রকাশিত: আগস্ট ২১, ২০২০, ৬:৫৪
৩৩৩ বার পঠিত

এম মনিরুজ্জামান: জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে পাবনার সুজানগর পৌরসভার মানিক দীর নিশি পাড়ায় নৃগোষ্ঠী সম্প্রদায়ের ৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। জেলা পরিষদের প্যালেন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা’র আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণে আরো উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবোধ কুমার নটো, সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সাহা, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহমুদুজ্জামান মানিক, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, যুবলীগ নেতা রুহুল আমিন, পৌর ছাত্রলীগের সভাপতি সোহাগ হোসেন,এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন প্রমুখ। খাদ্য সামগ্রী বিতরণ শেষে নৃগোষ্ঠী মানুষের চলাচলের জন্য রাস্তার আবেদন জানালে, তাদের চলাচলের রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন নেতৃবৃন্দ।