সুজানগরে ডাক্তার ও ঔষধ কোম্পানীর প্রতিনিধি দের প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২০, ৪:২৭
৪৮৯ বার পঠিত

এম মনিরুজ্জামান পাবনা: পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ডাক্তার ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ দের মধ্যে এক প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় হার্ড কার্ডিয়লজিস্ট ডাঃ সাদী হাসনাইন রকি’র সভাপতিত্বে ও ডাঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সেলিম মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার ডাঃ মোস্তাফিজুর রহমান, ডাঃ দিলারা ইয়াসমিন।এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ বাকি বিল্লাহ, ডাঃ মঞ্জিল হোসেন, ডাঃ রিফাত কামাল, ডাঃ লিলুফার ইয়াসমিন, ডাঃ তাসফিয়া নুর, সুজানগর প্রেসক্লাবের সম্পাদক এম মনিরুজ্জামান, স্টার প্লাস কম্পিউটারের প্রোপাইটর রফিকুল ইসলাম তুষার, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ নুরুল ইসলাম, আব্দুল মতিন, ঔষধ কোম্পানীর প্রতিনিধি শাহ ফরিদ, মাহমুদ, রুবেল হোসেন, আব্দুল রাজ্জাক, রাজিব, মাসুদ, মামুন, নুরুল ইসলাম নুরু, শরিফুল, তুষার প্রমুখ। ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় ডাঃ সাদী হাসনাইন রকি দল চ্যাম্পিয়ন হয়।