সুজানগরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন ও খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২০, ৫:৩৭
৪১২ বার পঠিত

এম মনিরুজ্জামান, সুজানগর (পাবনা) প্রতিনিধি: সুজানগরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন ও খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম। এসময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোর্শেদ প্রমুখ। খাদ্য সামগ্রী বিতরণ কালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান জানান প্রায় শতাধিক গর্ভবতী মা ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।