সুজানগরে গৃহবধূকে ইভটিজিং করার দায়ে বখাটের কারাদণ্ড
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২১, ৯:২০
২৩৬ বার পঠিত

এম মনিরুজ্জামান ঃ পাবনার সুজানগরে ফরিদা খাতুন (১৮) নামে
এক গৃহবধূকে ইভটিজিং করার দায়ে ভ্রাম্যমাণ আদালত শ্রী জয়দেব কুমার (২০)
নামে এক বখাটেকে ২মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। গত বৃহস্পতিবার বিকালে
সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী
ম্যাজিস্ট্রেট মোঃ রওশন আলী ঐ দণ্ডাদেশ দেন। ইভটিজিংয়ের শিকার ফরিদা খাতুন
উপজেলার আন্ধারকোট গ্রামের পুলিশ সদস্য সাজিবুল ইসলাম সজিবের স্ত্রী এবং
দণ্ডপ্রাপ্ত জয়দেব সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া গ্রামের অরুন কুমারের ছেলে।
সুজানগর থানা পুলিশ জানায়, গৃহবধূ ফরিদা বুধবার বিকাল ৪টার দিকে
চিনাখড়া বাজারে ব্যক্তিগত কাজ সেরে বাড়ি ফিরছিল। এ সময় বাজারের পাশে
দাঁড়িয়ে থাকা বখাটে জয়দেব তাকে উত্ত্যক্ত করে। খবর পেয়ে সুজানগর থানা পুলিশ
তাকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত তাকে ঐ দণ্ডাদেশ দেন।