সুজানগরে গভীর রাতে দোকান খোলা রাখার সতর্ক করল – ফরহাদ হোসেন
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২০, ১১:০৬
৫৯১ বার পঠিত

মাহমুদুল হাসান (সজীব): করোনা ভাইরাস সংক্রামক ও সচেতনতা বৃদ্ধির লক্ষে সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখায়, দোকান মালিক সতর্ক করলেন পাবনার সিনিয়র সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন। বুধবার রাতে উপজেলা গেট সংলগ্ন একটি মোবাইলের দোকানের সার্টার বন্ধ করে গোপনে ভেতরে কাজ করা অবস্থায় ধরা পরে পুলিশের হাতে। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ ফরহাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দোকান মালিক কে প্রথম বারের মত সতর্ক করেন, পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। ফরহাদ হোসেন বলেন দেশের মানুষ কে করোনা ভাইরাস সংক্রামক থেকে রক্ষা করতে সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে, সরকারি আদেশ মেনে চলা জনগণের উচিত, তাছাড়া পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে যেতে বাধ্য হবে।