সুজানগরে কোভিড-১৯ করোনা ভাইরাসে আরো ১ জন সনাক্ত
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২০, ৮:৩৫
২০২৯ বার পঠিত

এম মনিরুজ্জামান : সুজানগরে মরণঘাতী কোভিড-১৯ করোনা ভাইরাসে সোহেল রানা (৩২) নামে এক যুবক সনাক্ত।সে উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের নোয়াগ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে। সোহেল রানা গত ১৪ এপ্রিল-২০২০ ইং তারিখে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে এসেছে।গত ২৭ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য প্রেরণ করে।২৯ এপ্রিল তার নমুনা পরিক্ষায় কোভিড-১৯ পজিটিভ এসেছে। সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ শরিফুল ইসলাম বিষয় টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান ইতিপূর্বে আহম্মদ পুর ইউনিয়নের দূর্গা পুরের একজন আক্রান্ত হয়েছে,সে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি রয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, উপজেলা বাসীকে কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আরো সচেতনতা বৃদ্ধি করে সর্তকভাবে সবাইকে ঘরে থাকতে হবে, ঘরে থাকুন নিজে সুস্থ থাকুন ও পরিবারের সদস্যদের সুস্থ রাখুন।