সুজানগরে কৃষকদের মাঝে বিনা মূল্যে সবজী বীজ বিতরণ
প্রকাশিত: মে ৩১, ২০২০, ৫:০৪
৩১৪ বার পঠিত

এম মনিরুজ্জামান, পাবনা: বিশ্ব ব্যাপি মরণঘাতী কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতি ইঞ্চি জমি যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে মূল্যে সবজী বীজ বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের হল রুমে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ময়নুল হক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। এসময় উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক আজিজুল হক বাবু প্রমুখ।