সুজানগরে ওয়াশ বেসিনের উদ্বোধন করেন- শাহীনুজ্জামান
প্রকাশিত: জুলাই ৯, ২০২০, ৩:১১
৪৬২ বার পঠিত

এম মনিরুজ্জামান: বিশ্ব ব্যাপী মরণ ঘাতি কোভিট-১৯ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও প্রতিষ্ঠানে প্রবেশের পূর্বে হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে প্রবেশের জন্য ওয়াশ বেসিনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। বৃহস্পতিবার সকালে পাবনার সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সুজানগর থানা এবং প্রাণী সম্পদ অফিস ও উপজেলা পোস্ট অফিস চত্বরে ওয়াশ বেসিন নির্মাণ করা হয়েছে। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান এসএম সামসুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাদিউল ইসলাম,প্রাণী সম্পদ কর্মকর্তা জামাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম, উপজেলা পোস্ট মাস্টার আফজাল হোসেন প্রমুখ।