সুজানগরে ইউএনও’র হস্তক্ষেপে স্কুল ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ
প্রকাশিত: জুন ২৩, ২০২০, ৯:৫৭
২৩৯ বার পঠিত

সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগর উপজেলা নির্বাহীকর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রওশন আলীর হস্তক্ষেপে গত সোমবারবাল্যবিয়ের কবল থেকে রক্ষা পেয়েছে স্কুল ছাত্রী এরিনা খাতুন (১৫)। সে উপজেলারক্রোড়দুলিয়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং স্থানীয় পোড়াডাঙ্গা হাজীএজেম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।জানা যায়, ওইদিন সন্ধ্যা রাতে বাল্যবিয়ে আইনকে উপেক্ষা করে উক্ত এরিনা খাতুনকেসাঁথিয়া উপজেলার বহলবাড়িয়া গ্রামের রমজান আলীর ছেলে রইচ উদ্দিনের সাথেবিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল। এলাকাবাসীর মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ওনির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন আলী খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ওই বিয়ে বন্ধ করে দেন।এ সময় নির্বাহী কর্মকর্তা রওশন আলী বলেন শুধু বাল্য বিয়ে বন্ধ নয়, ভবিষ্যতেপ্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়ে দেওয়ার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরজেল জরিমানা করা হবে।