সুজানগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ গ্রাম আদালত এজলাস পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান-শাহীন
প্রকাশিত: নভেম্বর ৮, ২০১৯, ৮:০৯
১১২১ বার পঠিত

সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরের তাঁতীবন্দ ইউনিয়ন পরিষদের পোড়াডাঙ্গা বাজারে অবস্থিত গ্রাম আদালতের এজলাস সহ জাহাঙ্গীরের পাইপের দোকান,লিটনের ডেকোরেটরের দোকান. হালিমের ওয়ার্কসপ সহ পাঁচটি দোকান ভয়াবহ আগুনে পুড়ে গেছে। বৃহ¯পতিবার গভীর রাতে বিদ্যুতের সট সার্কিটে এ ঘটনা ঘটে। তাঁতীবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন মৃধা জানান, গভীর রাতে মোবাইল ফোনে আগুন লাগার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যাই, রাতে এলকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন নিয়ন্ত্রনে আনার পূর্বেই গ্রাম আদালতের এজলাস সহ বেশ কয়েকটি দোকান আগুনে পুড়ে যায়। ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন না থাকায় পোড়াডাঙ্গা বাজারে একটি টিন সেট ঘর অস্থায়ী ভাবে ভাড়া নিয়ে গ্রাম আদালতের এজলাস কার্যক্রম পরিচালনা করা হতো। দোকান মালিকদের দাবী তাদের প্রায় ত্রিশলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার দুপুরে ঘটনা স্থল পরিদর্শন করে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ ক্ষতিগ্রস্থদের সরকারী ভাবে সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ইউ,পি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, তাঁতীবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খন্দকার আব্দুল কুদ্দুস।