সুজানগরের জিরো পয়েন্ট মোড়ের ব্যবসায়ী মিনু শেখ নিখোঁজ
নিউজ রুমঃ Bijoy Bangla BD 24. COM
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২০, ২:৪২
২১৫ বার পঠিত

এম মনিরুজ্জামান,পাবনা: পাবনার সুজানগর জিরো পয়েন্ট মোড়ে নিরব সাইকেল ষ্টোরের প্রোটাইটার আবু সাইদ এর বাবা মিনু শেখ (৬৫)নিখোঁজ।মিনু শেখ পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়ীয়া চক পাড়া গ্রামের মৃত ইউসুফ আলী শেখের ছেলে। সোমবার সকালে (১৪ ডিসেম্বর -২০২০) সুজানগর বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি ও মাইকিন করেও কোথাও তার কোন সন্ধান পাওয়া যায় না। কোথায় ও তার সন্ধান পেলে তার ছেলে আবু সাইদ কে জিরো পয়েন্ট মোড়, সুজানগর, পাবনা (০১৭১২-৪৯৬৮৯২)। জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।
সর্বশেষ
জন দূর্ভোগ বিভাগের সর্বশেষ
সর্বাধিক পঠিত