রুপপুর ইউনিয়ন পরিষদ নৌকার প্রতীক চান বর্তমান চেয়ারম্যান অাবুল হোসেন উজ্জল
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২১, ১০:০৬
৭১ বার পঠিত

এম মনিরুজ্জামান,পাবনা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত গ্রাম হবে শহর কর্মসূচি বাস্তবায়নসহ অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে আবারও নৌকা প্রতীক চান বীর মুক্তিযোদ্ধার সন্তান পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার রুপপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.অাবুল হোসেন উজ্জল । তিনি ইউনিয়ন আওয়ামী লীগের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক। এলাকার অসহায়, দরিদ্র, অসুস্থ ও অসচ্ছল নানা পেশার মানুষের কাছের আপনজন হিসেবে জায়গা করে নিয়েছেন রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি অাবুল হোসেন উজ্জল।তিনি নির্বাচিত হওয়ার পর নিজ এলাকায় রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির, বিদু্যৎ সংযোগ, সৌর বিদু্যৎসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি, বেসরকারি ও নিজ উদ্যোগে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। একইসঙ্গে এগুলোর নিয়মিত খোঁজ খবরও রাখেন। করোনা মহামারিতে চেয়ারম্যান অাবুল হোসেন উজ্জল নিজে ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসচ্ছল, কর্মহীন, দরিদ্র মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছেন খাদ্যসামগ্রী। বন্যা ও শীতের মধ্যেও তার সহায়তার হাত বন্ধ হয়নি। খাদ্য সহায়তার পাশাপাশি মাথা গোজার ঠাঁইও করেছেন তিনি। ইউনিয়নের ভুক্তভোগী মানুষের জন্য অসচ্ছতা ও দুর্নীতি রোধ করে নিজ হাতে বণ্টন করেছেন দরিদ্র হতদরিদ্র মানুষের জন্য সরকারি চাল সহায়তা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা। জমি আছে ঘর নেই, আবার জমি নেই ঘরও নেই এমন মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তার মাধ্যমে তাদের মাথা গোজার ঠাঁই করে দিয়েছেন। এ বিষয়ে অাবুল হোসেন উজ্জল বলেন, ছোট থেকেই মানুষের সেবার ব্রত নিয়ে এগিয়ে যাচ্ছি। এলাকার নানা বয়সের মানুষ আমাকে যথেষ্ট স্নেহ করেন, ভালোবাসেন। নির্বাচিত হওয়ার পর থেকে মানুষগুলো যে স্বপ্ন দেখে আমাকে এই জায়গায় এনেছিলেন, তাদের সেই স্বপ্ন পূরণে কাজ করছি। নানা সীমাবদ্ধতার মধ্যেই ইউনিয়নকে একটি আধুনিক, যুগোপযোগী ও মডেল ইউনিয়ন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে পুরো ইউনিয়নকে ডিজিটালাইজড করতে সক্ষম হয়েছি। ইউনিয়নের সব কর্মকান্ডে এখন ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সেবার তথ্য চলে যাচ্ছে মুঠোফোনের ক্ষুদে বার্তায়। এলাকার প্রবীণ ব্যক্তিরা বলেন, অাবুল হোসেন উজ্জল চেয়ারম্যান হওয়ার মতো অনেক কাজ করেছে গ্রামের উন্নয়নের জন্য অসহায় মানুষের পাশে থাকার জন্য তাকে অাবার চেয়ারম্যানের দায়িত্ব দেয়া দরকার। স্থানীয় রাজনৈতিক নেতাদের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষের দাবি, অাবুল হোসেন উজ্জল একজন দক্ষ সংগঠক। সুন্দর নেতৃত্ব দিয়ে দলকে সুসংগঠিত করতে কাজ করছেন। কেবল ইউপি চেয়ারম্যান নন, তার মতো তৃণমূলে একজন ভালো নেতাও প্রয়োজন। তারা মনেপ্রাণে চান তিনি আবার আওয়ামী লীগের দলীয় প্রতীকে নির্বাচন করবেন। তাদের বিশ্বাস, অাবুল হোসেন উজ্জল বিপুল ভোটে জয়ী হবেন।