মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রতিবন্ধীরা যাতে সংসারে বোঝা না এ লক্ষে কাজ করছেন
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০১৯, ১০:১৭
৪৬৮ বার পঠিত

সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সুজানগর উপজেলার মানিকহাট প্রতিবন্ধি বিদ্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে ২৮ তম আর্ন্তজাতিক ও ২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানিকহাট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি হাসিবুল কবির মঞ্জু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন । এ সময় উপস্থিত ছিলেন মানিকহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, বুলবুল প্রামানিক, মনসুর প্রামানিক, ইদ্রিস আলী, মন্টু, জুয়েল ও প্রধান শিক্ষক ফারজানা খাতুন প্রমুখ। শাহীনুজ্জামান শাহীন বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার প্রতিবন্ধীরা যাতে সংসারে বোঝা না হয় সেই লক্ষে সরকার তাদের কে প্রতিবন্ধী ভাতা ও লেখাপড়ার বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের সুবিধাত্রে বিভিন্ন উদ্যোগ প্রহণ করেছেন, প্রতিবন্ধীদের পড়াশুনার পাশাপাশি তাদের কে সরকারি ভাবে বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছেন। প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি হাসিবুল কবির মঞ্জু জানান নিজের অর্থায়নে এলাকার প্রতিবন্ধী শিশুদের লেখাপড়ার জন্য, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে নিজ অর্থায়নে শিক্ষকদের বেতন ও শিক্ষার্থীদের যাতায়াতের জন্য গাড়ি, শিক্ষাথীদের নাস্তার ব্যাবস্থা করে আসছি, এ পর্যন্ত সরকারি বা বেসরকারি ভাবে তেমন কোন সাহায্য সহযোগীতা পাওয়া যায়নি। তিনি আরো বলেন সরকারি ভাবে সাহায্য সহযোগীতা পেলে এলাকার প্রতিবন্ধীদের পূর্ণবাসনের ব্যাবস্থা করবো।