ভালবাসা – মনিয়া
প্রকাশিত: মে ১৬, ২০২০, ৯:১২
৩৪৭ বার পঠিত

ভালবাসাটা তো কোন কাজ না,
তবে কেন তার মাঝে খুঁজে ফেরা ন্যায় বা অন্যায়?
ইচ্ছে করলেই কি ভালবাসা যায় বা দূরে থাকা?
ইচ্ছে করলেই কি ভুলে যাওয়া যায় বা মনে রাখা?
অস্থির চিত্ত বিদ্রোহ করে,
যায় না যাওয়া কিছুতেই দূরে।
মন্ত্রমুগ্ধের মত, মোহগ্রস্তের মত,
ছুটে চলে আপন পণে।
চাই না কিছুই আর,
থাক না সে মনের মাঝে,
গোপন কোন কথার মত
ঝিনুকে লুকানো মুক্তার মত
সমুদ্রের গভীরে রত্নের মত
গোপনে লালিত স্বপ্নের মত।
আমি তাকে দেখব,
কৃষ্ণ পক্ষের অন্ধকারাচ্ছন্ন আকাশে
মিটমিট করে জ্বলা নক্ষত্রের মাঝে,
মেঘাবৃত আকাশে বিদ্যুৎ ঝলকে
বা রংধনুর সাত রঙে।
আমি তাকে দেখব
জীর্ণ শীর্ণ মলিন মুখের
অমলিন হাসিতে।
যেদিকে তাকাই, তার ছায়া খুঁজে পাই।
তার প্রতি ভালবাসা,
ছড়িয়েছে যেন বিশ্বময়।