বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন ঢাকা ২০২১ অনুষ্ঠিত সুজানগরে
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২১, ১:৪১
৪১ বার পঠিত

এম মনিরুজ্জামান,পাবনা: মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে”বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন ঢাকা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। রোববার ২১ ফেব্রুয়ারি সকালে উপজেলা পরিষদ চত্বরে সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া’র তত্ত্বাবধানে ১০ মিডিয়াম রেজিমেন্টে অটিলারি আয়োজনে ও সুজানগর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন ঢাকা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা।এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও ভাষা সৈনিক মোহাম্মদ আলী মাষ্টার সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।