প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন সুজানগরের এক যুবক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২১, ৪:২০
২৮৪ বার পঠিত

পাবনা প্রতিনিধি: জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে থানায় একটি মামলা দায়ের করে বিপাকে পড়েছে এক যুবক। পাবনার সুজানগর উপজেলার নাজির গঞ্জ ইউনিয়নের নওয়া গ্রামের মৃত আব্দুস সাত্তার শেখের ছেলে শেখ মোঃ আব্বাস উদ্দিন ওরফে আলহাজ্ব অভিযোগ করে বলেন, গত ৪ এপ্রিল ২০২০ ইং তারিখ বেলা আনুমানিক ৩:৪৫ মিনিটে একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে শাহিন শেখ ওরফে গুদু, বক্কার শেখ, মৃত গফুর শেখের ছেলে রফিক, শফিকুল, শাহিন শেখের ছেলে এনামুল ও ইমরান হামলা চালিয়ে বেধড়ক মারপিট ও কুপিয়ে আমাকে ও আমার ভাই রঞ্জু শেখ কে হত্যা চেষ্টা করে। তিনি আরও বলেন পরিকল্পিতভাবে আমার ও ভাই রঞ্জু শেখার উপর হামলা করে, আমাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আমাদের ফেলে রেখে চলে যায়, জ্ঞান ফিরে দেখি হাসপাতালের বেডে,পরে শুনেছি এলাকাবাসীর সহযোগিতায় তাদের কে সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে বাড়িতে গেলে আবার হামলার শিকার হই। শাহিন ও সহযোগিদের ভয়ে উন্নত চিকিৎসার জন্য এলাকা ছেড়ে ঢাকায় চলে আসি, কয়েক মাস পরে সুস্থ হয়ে ঐ ঘটনার জন্য সুজানগর থানায় একটি মামলা দায়ের করি। (সুজানগর থানার মামলা নং-১৮৫ তারিখ ১৮/১২/২০২০) ঐ মামলায় দুই জন আসামি কে পুলিশ গ্রেফতার করলে, গত ২০ ডিসেম্বর ২০২০ ইং তারিখে বাড়িতে গেলে, আমার উপর আবার হামলা করে মারপিট করে অন্য আসামিরা। আমি পুলিশ কে মৌখিক ভাবে জানিয়ে ঢাকায় চলে আসি। তিনি আরো অভিযোগ করে বলেন, মামলা দূর্বল করার জন্য আসামিরা মিথ্যা তথ্য দিয়ে আনান্দ টিভি চ্যানেল সহ ও বিভিন্ন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করছে। আসামিরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহানুভূতি পেতে, থানা পুলিশের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। আমি ও আমার পরিবারের নিরাপত্তার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আসামিরা যে কোন মুহুর্তে আমার পরিবারের সদস্যদের বড় ধরণের ক্ষতি করতে পারে, আমার বাড়ি গেটে আসামিরা কাটা দিয়ে রেখেছে, বাড়ি থেকে পিছনের দিকে কেউ বের হতে পারছে না।এ ব্যাপারে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা জানান এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, দুই জন আসামি কে গ্রেফতার করা হয়েছে।অন্য আসামিরা পলাতক রয়েছে।