পাবনা ইউপি সদস্য বকুল হত্যা মামলার আসামি গ্রেফতার
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২০, ১:০৭
১০৬ বার পঠিত

এম মনিরুজ্জামান: পাবনা পাবনার দোগাছী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বকুল হত্যা মামলার ৬ আসামি গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। গতকাল রোববার রাত আনুমানিক ২ ঘটিকায় সাভার থেকে ৬ আসামি সহ ৭ গ্রেফতার হয়। পাবনার দক্ষিণ রাঘব পুরের মৃত মাখন প্রামাণিকের ছেলে মোকলেছ প্রামাণিক (৭৬), মোকলেছ প্রামাণিকের ছেলে ডালিম (৪০), আলিম (৩৭), রুবেল (৩৪), আদেশ (২৮), জিন্নাহ ছেলে আল আমিন (৩০) ও ডালিমের ছেলে ছানম(২৩) কে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের কে গ্রেফতার করেছে বলে জানা যায়। উল্লেখ্য গত ১১ ডিসেম্বর ২০২০ ইং তারিখে অনন্ত এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য বকুল নিহত হয়। তবে ডালিমের ছেলে ছানম এজাহার ভুক্ত আসামি নয়।