পাবনার চরতারাপুর ইউনিয়নে বাদশা বিশ্বাসের হোন্ডা শো ডাউন
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২০, ৮:০৬
৯৫৬ বার পঠিত

এম মনিরুজ্জামান, পাবনা:
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কৃতি সন্তান,পাবনা চেম্বার অব কর্মাসের ভাইস-প্রেসিডেন্ট,Fbcciএর সম্মানিত সদস্য, পাবনা জেলা টাইলস এন্ড সেনেটারি মালিক সমিতির সভাপতি ফোরকান রেজা বিশ্বাস বাদশা এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে বুধবার সকালে শতাধিক হোন্ডা বহর নিয়ে চরতারাপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়ক প্রদক্ষিণ করেন।
চরতারাপুর ইউনিয়নের শিক্ষানুরাগী ও বিশিষ্ট পরিবারের সন্তান, বাদশা বিশ্বাসের পরিবারের সদস্যদের নির্মিত হাজী জসিম উদ্দিন ডিগ্রী কলেজ, ফজিলাতুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় ও পাবনা কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেছেন, এবার চেয়ারম্যান পদে নির্বাচন করে নতুন অধ্যায়ের শুরু করবেন।
এ বিষয়ে বাদশা বিশ্বাস বলেন, চরতারাপুর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন পরিষদ গড়ে, জনসেবামূলক কাজ করতে চাই।
হোন্ডা শো ডাউনে সালাম বিশ্বাস, বাবলু বিশ্বাস,হাসেন প্রামাণিক, নুরুল আমিন, আজিজুল হক,জলাই সরদার, মজিবর রহমান,টিপু বিশ্বাস, সাইদুল বিশ্বাস,হাফিজ বিশ্বাস, মিঠু বিশ্বাস, ইসহাক বিশ্বাস সহ এলাকার সুশীল সমাজ ও যুবসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।