পাবনায় স্ত্রীর হাতে স্বামী খুন জড়িত ছেলে মেয়ে
প্রকাশিত: মে ১, ২০২০, ২:৪৪
২০৮১ বার পঠিত

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের শালাইপুর কাচারীপাড়া গ্রামে স্ত্রী, ছেলে ও মেয়ের হাতে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানান,পারিবারিক কলোহের জের ধরে মো: মকুল মালিথা (৫৫) পিতা: মৃত্য অাআব্দুল কে তার স্ত্রী মোছা: নাসিমা বেগম(৪৫) ছেলে মোঃ মেহেদী হাসান(১৬) ও মেয়ে নিসি খাতুন (২৫)। তিন জন মিলে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। অাজ ভোররাতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে নিহতের স্ত্রী নাসিমা বেগম এর কাছে জানতে চাইলে তিনি জানান, অামি ঘুমে ছিলাম হঠাৎ দেখি অামার স্বামী ঘরের ডাবের সাথে ঝুলছে। তখন অামি নিজেই তাকে দড়ি খুলে নামাই ও পাশের রুমে অামার ছেলেকে ডাকি তখন ছেলে অন্যঘরে থাকা অামার মেয়েকে ডাকে। অামরা ছেলে মেয়ে কিছু জানেনা।ওরা নির্দোষী। নিহতের ভাই মোঃ বাবলু মালিথা, খলিলুর মালিথা,অাফজাল মালিথা জানান,অামারা পাবনা শহরের ছাতীয়ানী পশ্চিম পাড়া থাকি অার অামার ভাই শালাইপুর থাকে রাতে অামার ভাইকে ওরা তিন জন মিলে গঁলায় দড়ি পেঁচিয়ে মেরে বিছানার শুয়া রাখছে। এবিষয়ে গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোতাহার হোসেন মুতাই জানান, পারিবারিক কলোহের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাসিম অাহম্মেদ জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলোহের জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে।জিঙ্গাসাবাদের জন্য তিন জনকে অাটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট অাসার পর জানা যাবে হত্যা না অাত্মহত্যা।