কারিগরি প্রশিক্ষনে বিদেশে কর্মস্থানের আলোচনা সভা
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০১৯, ১১:৫৭
৪০০ বার পঠিত

সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিককর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা বলেছেন জনসংখ্যা এখন আর দেশের জন্য বোঝা নয়। কেননা দেশের অধিকাংশ জনগণ এখন সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে উন্নত প্রশিক্ষণ নিয়ে দেশ এবং দেশের বাইরে কর্মসংস্থানের ব্যবস্থা করে নিজেদের সম্পদে পরিণত করছেন। তিনি গতকাল শনিবার সকালে পাবনার সুজানগরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সচিব আরো বলেন দেশ দ্রুত উন্নত দেশের দিকে এেিগয়ে যাচ্ছে। আর এই উন্নয়নের পিছনে রয়েছে ১কোটি ২০লক্ষ প্রবাসী বাঙালির বাৎসরিক ১৬.৪২বিলিয়ন ডলার অর্থ উপার্জন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ওই সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মনসুরুল আলম, পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী এসএম ইমদাদুল হক, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা আব্দুল কাদের রোকন। এছাড়াও অন্যান্য দের মধ্যে উপন্থিত ছিলেন এন,এ কলেজের সাবেক অধ্যক্ষ আঃ হালিম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার আলহাজ্ব আঃ হাই, প্রেস ক্লাব সভাপতি মোহাম্মাদ আলী মাষ্টার, বিশিষ্ট ঠিকাদার মোঃ রফিকুল ইসলাম মন্ডল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক বৃন্দ, সাংবাদিক, সুধীজন ও এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন আখতারুজ্জামান জর্জ মাস্টার। উল্লেখ্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে এবং গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে ওই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। #