এস এস সি পরীক্ষার ফলাফল প্রকাশ প্রথম স্থান সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়
প্রকাশিত: মে ৩১, ২০২০, ৮:১৫
৬৩৮ বার পঠিত

এম মনিরুজ্জামান, পাবনা:এস এস সি ও সমমানের পরীক্ষা ফলাফল প্রকাশ হয়েছে। পাবনার সুজানগর উপজেলার প্রথম স্থান সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করেছে।এ বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ছিল ২৬৭ জন পরিক্ষার্থী, কৃতকার্য হয়েছে ২৫৯ জন পরিক্ষার্থী, পাশের হার ৯৭ শতাংশ,এর মধ্যে জি পি এ-৫ জেনারেল-৪০, ভোকেশনালে -৪ জন, সর্বমোট-৪৪ জন জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দায়িত্ব দীর্ঘদিন যাবত আমার পিতা মরহুম আবুল কাশেম ছিলেন, তারপর সরকারি হওয়ার আগ পর্যন্ত আমি সভাপতির দায়িত্ব পালন করছি, বিদ্যালয় টি সরকারি করণে আমার পিতার ভুমিকা ছিলো অপরিসীম, দায়িত্বে না থাকলেও সব সময় বিদ্যালয়ের খোঁজ খবর নিয়ে থাকি,এস এস সি ও সমমানের পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে,এর জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক বৃন্দের অক্লান্ত পরিশ্রমের ফল তারা পেয়েছে,এর জন্য সকল কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধান শিক্ষক আমজাদ হোসেন জানান আমার বিদ্যালয়ের শিক্ষক বৃন্দের অক্লান্ত পরিশ্রমের জন্য আমরা সুজানগর উপজেলার প্রথম স্থান অধিকার অর্জন করতে সক্ষম হয়েছি, বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষক সিদ্দিকুর রহমান, হেলাল উদ্দিন ও কাজেম উদ্দিন বিশ্বাস সহ অন্যান্য শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফসল পেয়েছি।