এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত দের বাসায় ফুল নিয়ে হাজির পুলিশ
প্রকাশিত: জুন ২, ২০২০, ৭:৩৮
৩৫২ বার পঠিত

সংবাদ দাতা: সম্প্রতি এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।
১ জুন ২০ ইং তারিখে যশোর ডিবি পুলিশে কর্মরত এসআই মোহাম্মদ মফিজুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে একটি টিম যশোর শহরের কসবা, কাজী পাড়া ও পুলেরহাট এলাকায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করান।
এসময় এসআই মফিজুল ইসলাম পিপিএম বলেন, ইতিমধ্যে আমাদের যশোর জেলার অভিভাবক পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম এর নেতৃত্বে যশোর জেলা পুলিশ জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।
গতকাল একযোগে সারা দেশে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, কিন্তু নভেল করোনা ভাইরাসের কারণে এবারের ফলাফল শিক্ষার্থীদের ঘরে বসে তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিতে হয়েছে যার কারণে প্রতি বছরের ন্যায় এবার শিক্ষার্থীরা উচ্ছ্বাস করতে পারেনি, সেজন্য আমরা তাদেরকে শুভেচ্ছা ও মিষ্টিমুখ করাতে তাদের কাছে হাজির হয়েছি।
এসময় শিক্ষার্থীরা পুলিশের এমন চমকপ্রদ কাজের জন্য বাংলাদেশ পুলিশ কে ধন্যবাদ জানায় এবং তাদের মধ্যে অনেকেই বড় হয়ে পুলিশ হবার ইচ্ছা পোষণ করে।